বিএনপির তারুণ্যের রোডমার্চের প্রথম দিন আজ

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: ভোটাধিকার বঞ্চিত তরুণদের উজ্জীবিত করতে তারুণ্যের সমাবেশের পর এবার তারুণ্যের রোড মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আজ শনিাবার রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত রোড মার্চ কর্মসূচির প্রথম দিন।

রংপুর শহর থেকে যে রোডমার্চ শুরু হবে, সেটি সৈয়দপুর দিয়ে দশমাইল হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হবে।

এই রোড মার্চ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর রাজশাহী, সিলেট, খুলনায, চট্টগ্রামে হবে এই কর্মসূচি। যা শেষ হবে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে কর্মসূচি শেষ করার মাধ্যমে।

এর আগে গত জুন ও জুলাইয়ে দেশের ছয়টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল বিএনপির তিনটি ছাত্র ও যুবসংগঠন-জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *