স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত। দ্বিতীয় ওয়ানডেতে ২৫৫ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ৮৯ রানের বড় ব্যবধানে। মঙ্গলবার মিরপুরে শেষ ওয়ানডেতে জিততে না পারলে সিরিজ হাতছাড়া করবে টাইগাররা।
আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে ম্যাচ। প্রথম দুই ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া লিটন দাস শেষ ম্যাচে বিশ্রামে আছেন। দীর্ঘদিন পর ব্যাটিংয়ে নেমে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ৪৪ রানের ইনিংস খেললেও পিঠে অস্বস্তি বোধ করেছেন। তামিমের সঙ্গে তৃতীয় ওডিআইতে নেই মোস্তাফিজুর রহমানও।
পেটের সমস্যার কারণে দলের সঙ্গে নেই পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় খালেদ আহমেদকে রাখা হয়েছে।
শেষ ম্যাচের আগে শান্ত বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জ এমনটা নয়। তবে আমরা এ সিরিজটা যদি ভালোভাবে শেষ করতে পারি, তাহলে দলের জন্য ভালো। জিততে পারলে দেশের জন্য ভালো।