প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ের অত্যাধুনিক ভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে অচিরেই। চারতলা এ ভবন নির্মাণে ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। রাজশাহী কোর্ট এলাকায় ভবনটি নির্মিত হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বুধবার দুপুরে ভবন নির্মাণের স্থান পরিদর্শনে যান। এ সময় তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মীম ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমানকে দ্রুত কাজ শুরু করতে বলেন।
এ সময় চেয়ারম্যানের সঙ্গে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, উপসহকারী প্রকৌশলী এনএএম সুলতানুল ইসলাম, সুজাউল ইসলাম, হিসাবরক্ষক খন্দকার আবজাউল আলমসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
আগামী কয়েক দিনের মধ্যেই ভবনের ভিত খননের কাজ শুরু হবে। চারতলা ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৭৮ লাখ টাকা।