স্টাফ রিপোর্টার: অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী.কম এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও বিএন ইনসটিউটের পরিচালক গুলজার হোসেন বাচ্চুর আম্মা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রজিউন।
আজ ৫ ডিসেম্বর রাত সাড়ে ৭ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। আগামীকাল ৬ ডিসেম্বর বেলা ১১ টায় মহিসবাথান কবরস্থানে তার দাফন কার্য সম্পাদন করা হবে।
উপদেষ্টার মায়ের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন স্বদেশ বাণী পরিবার। এক শোক বার্তায় স্বদেশ বাণীর পক্ষথেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবদনা জ্ঞ্যাপন করা হয়।