বাঘায় এসএসসিতে অকৃতকার্য এক ছাত্রের অভিমানে আত্নহত্যা!

রাজশাহী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: গত এসএসসি পরীক্ষায় অকৃতকার্য এক ছাত্র তাবলিক জামাতে যাওয়ার অনুমতি না পাওয়ায় অভিমানে আত্নহত্যা করেছে বলে জানা গেছে। তার নাম সাব্বির হোসেন (১৭)। সে পানিকুড়া-মালিয়ানদহ গ্রামের হেজবুল্লা ওরফে আবদুল্লার ছেলে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে তার শয়ন কক্ষের তীরের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ।

সাব্বির হোসেনের পিতা জানান, এলাকার জোতকাদিরপুর উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। আগামীতে পরীক্ষার ফলাফল ভালো করার জন্য বাড়ি থেকে কোথাও না গিয়ে পড়াশোনা করতে বলা হয় । এরমাঝে তাবলিক জামায়াতে যাওয়ার জন্য বলে। তাকে নিষেধ করায় মত প্রার্থক্য দেখা দেয়। এ ছাড়া আত্নহত্যা করার পেছনে আর কোন কারণ খুজে পাননি।

বাঘা থানার উপরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *