মোঃ রওশন আলম নওগাঁ: নওগাঁর মান্দায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড ফ্রি-ক্যাডেট স্কুল সোসাইটির উদ্যোগে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
আজ (০৮ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০টায় নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড ফ্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আওতাধীনে মান্দা উপজেলার প্রসাদপুর ইনডেক্স টেকনিক্যাল এন্ড বি এম কলেজ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ কেন্দ্রে উপজেলার ৪টি কিন্ডার গার্টেন স্কুলের মোট ২৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। কেন্দ্রে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোছাঃ মোসলেমা খাতুন।