প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে আল হারামাইন পারফিউমস, বাংলাদেশ এর ১৬ তম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে রানীবাজারে রয়েল রাজ হোটেলে নিচতলায় ফিতাকেটে নতুন এ আউলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহাতাবুর রহমান, মেঘনা গ্রুপের পরিচালক তানভীর আহমেদ মোস্তফা, আল হারামাইন পারফিউমস এলএলসির মার্কেটিং এন্ড সেলস পরিচালক সামিরা রহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহীতে এই আউটলেটটি সাজানো হয়েছে পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি ডিওডেরেন্ট ও এয়ার ফেশনারের মত সুগন্ধী পণ্য দিয়ে। উদ্বোধন উপলক্ষ্যে রাজশাহীর এই আউটলেটে সুগন্ধিপ্রেমীদের জন্য যাবতীয় সুগন্ধিজাতপণ্য কেনাকাটায় সকল পণ্যের উপর থাকছে ৭ দিনব্যাপী ২৫% পর্যন্ত মূলছাড়া। সংযুক্ত আরব আমিরাত এর আজমান শহরে প্রতিষ্ঠিত আল হারামাইন পারফিউমসের সুবিশাল ফ্যাক্টরীতে তৈরিকৃত সুগন্ধি পণ্য এখন থেকে পাওয়া যাবে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্ট্রগ্রাম, কুমিল্লা, বগুড়া, রংপুর, সিলেটের পাশাপাশি রাজশাহীতেও।