বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ার ৪ নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে সাধারণ সদস্য পদে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পূর্ণ শেষে রবিউল ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
রবিবার ( ২৮ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলার ভাটোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ওই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিল ১৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩৭ জন ও নারী ভোটার ৮৫৫ জন। মোট ভোট পড়েছে ১০৩২ টি(৬১%)।
রবিউল ইসলাম ফুটবল প্রতিকে ৫২৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকবর হোসেন মোরগ প্রতিকে পেয়েছেন ৩৬৩ ভোট। এই উপনির্বাচনে ৩ জন প্রার্থী অংশ গ্রহন করেছিলেন।
উল্লেখ্য এর আগে ইউপি সদস্য আব্দুর কাদের গত বছর ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যু বরন করায় সে আসনটি ফাঁকা হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।