উপজেলা পরিষদ নির্বাচন: বাঘায়  চেয়ারম্যান পদে ৩ প্রার্থীসহ ৯জনের মনোনয়নপত্র দাখিল

রাজশাহী
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: চতুর্থ ধাপের ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহসপতিবার(০৯-০৫-২০২৪) চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- বর্তমান চেয়ারম্যান ও রাজশাহীর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ লায়েব উদ্দীন , জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য  মোঃ রোকনুজ্জামান, বাঘা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক  মোঃ শাহিনুর রহমান ।
ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মোকাদ্দেস,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কারুজ্জামান,মোঃ মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মোসাঃ ফাতেমা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোসাঃ ফারহানা দিল আফরোজ , উপজেলা মহিলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মোসাঃ রিনা খাতুন। মোসাঃ ফারহানা দিল আফরোজ এর সদস্যের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের প্রতিলিপি কপি জমা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ রোকনুজ্জামান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ কারুজ্জামান, মোসাঃ ফাতেমা খাতুন। এসময় সাথে ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুল আযম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবির,  আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন প্রমুখ। আশরাফুল ইসলাম বাবুল বলেন, তাদের সমর্থন জানিয়ে সাথে ছিলেন।
অপর চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিনুর রহমানের সাথে ছিলেন বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক জুবাইদুল হক,গ্রামের বাসিন্দা তহিদুল ইসলাম,মসলেম উদ্দীন,শামসুজ্জোহা,রফিকুল ইসলাম.আকছেদ আলী, আবুল কাশেম প্রমুখ। উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম  উল্লেখিত প্রার্থীদের মনোয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলায় ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।  ৯ মে, যাচাই-বাছাই ১২ মে, আপিল ১৩-১৫ মে, আপিল নিস্পত্তি ১৬-১৭ মে, প্রার্থীতা প্রত্যাহার ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মুঠোফোনে কথা হলে এ্যাডভোকেট মোঃ লায়েব উদ্দীন জানান,যেহেতু অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছি,সেক্ষেত্রে প্রতিলিপি কপি জমা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনি।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *