সিরাজগঞ্জে ২১৬ কেজি গাজাসহ ২ মাদক কারবারি র‍্যাবের হাতে গ্রেফতার

জাতীয় লীড
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শুক্রবার ( ১৭ মে)  র‍্যাব- ১২ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো: মারুফ হোসেন সংবাদ সম্মেলনে জানান – গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলাধীন ঢাকা – রাজশাহী মহাসড়কের চর হামকুড়িয়া এলাকায় অভিযান চালায় র‍্যাব – ১২ এর একটি দল।
এ সময় একটি কাভার্ড ভ্যানে ( ঢাকা মেট্রো – ড – ১২- ৫৩২৯)  তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২১৬ কেজি গাজা উদ্ধার করা হয় এবং কাভার্ড ভ্যান জব্দ করার পাশাপাশি গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে।
আটককৃতরা হল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজাকাচর এলাকার নুরু মিয়ার ছেলে মো: আল আমিন এবং একই জেলার   বাংরাবাজার থানার রাজা চাবিতলা এলাকার এসমত আলীর ছেলে মো : এরশাদ।
আটককৃতদের বিরুদ্ধে তারাশ থানায় মামলার প্রক্রিয়া চলছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *