মান্দার গৌরব: রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হাসান উল বারী

শিক্ষা
মোঃ রওশন আলম, নওগাঁ: রাজশাহী বিভাগে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন বগুড়ার মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ হাসান উল বারী।
জানা যায় শিক্ষক মোঃ হাসান উল বারী মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের মোঃ আহসান আলী মোল্লার ছেলে।
শিক্ষক হাসান উল বারী এর আগেও বগুড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
 গত (১২মে রবিবার) পরিচালকের কার্যালয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহী থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়, তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, শিক্ষা উপকরণ ব্যবহার, মূল্যায়ন পারদর্শিতা, সহযোগিতার মনোভাব, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার, মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ, পাঠ্যপুস্তক প্রণয়ন, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা সহ নানাবিধ বিষয় বিবেচনা করা হয়।
জানা যায় এই গুণী শিক্ষক সকল বিষয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। যার ফলে বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ সূত্রে জানা যায়, মোঃ হাসান উল বারী যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনা করে আসছেন।কাজের স্বীকৃতি স্বরূপ তিনি করিয়া সরকারের আমন্ত্রণে গতবছর আইসিটি ট্রেনিং এ অংশগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন। এর আগে ২০১৯,২০২২ ২০২৩ ও ২০২৪ সালসহ টানা ৪ বার উপজেলা, ২০২৩ ও ২০২৪ সালে পরপর ২ বার জেলা পর্যায়ে এবং ২০২৩ ও ২০২৪ সালে পরপর ২ বার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক নির্বাচিত হয়েছেন।
কৃতিত্বপূর্ণ অর্জনের ব্যাপারে হাসান উল বারী জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে বিভাগে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছি এতে আমি আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করছি, পাশাপাশি মহান আল্লাহতালার নিকট শুকরিয়া আদায় করছি এটা আমার জন্য সত্যিই বড় অর্জন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করব ইনশাল্লাহ।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *