ডাব্লিউভিএ এর অডিটোরিয়ামে চলছে তিনদিন ব্যাপি গেটটুগেদার বাই সেল ঈদ মেলা

জাতীয়

ঢাকা (ধানমন্ডি) প্রতিনিধি: উইমেনস্ ভলানট্যাির এ্যসোসিয়েশন (ডাব্লিউভিএ) এর অডিটোরিয়ামে চলছে তিনদিন ব্যাপি ৯৬ ৯৮ এর সবচেয়ে বড় গেটটুগেদার বাই সেল ঈদ মেলা।

সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এ মেলা। ৯৬ ৯৮ এর ৩৫ জন উদ্যোক্তাকে নিয়ে মুখরিত আছে ডাব্লিউভিএ এর অডিটোরিয়াম প্রাঙ্গণ। ৩০ মে শুরু হয়ে ১লা জুন শেষ হবে এই বাই সেল ঈদ মেলা।

ঘড়ি, শাড়ী, গহনা, পাঞ্জাবী, শো-পিস, কুটির শিল্পসহ আরো নানান প্রকার সামগ্রীতে মুখরিত এ মেলা প্রাঙ্গণ।  এ মেলার মুল আকর্ষণ ছিলো সীমান্ত প্রোপার্টিজ লিমিটেড, ঢাকার অদুরে পূর্বাচলে সহজ কিস্তিতে সীমান্ত সিটির প্লট নিয়ে মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের আগ্রহের জায়গাটা ছিলো একটু বেশি। এছাড়া মেলায় আশা ক্রেতা দর্শনার্থীদের জন্য ছিলো ফ্রিতে মেহেদী, বায়োস্কোপ, বানরখেলা, হাওয়াই মিঠা, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফীর মতো মনোমুগদ্ধকর সব আয়োজন।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *