নাটোর প্রতিনিধিঃ নাটোরে বিআরটিসি বাস, অটোরিক্সা ও মোটর সাইকেলের ত্রিমুখি সংঘর্ষে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল’র ভগ্নিপতি বুড়া চৌধুরীর ভাই মোটর সাইকেলের চালক মজনু চৌধুরী নিহত হয়েছেন। এসময় দইর উদ্দিন (৩৮) ও আব্দুল মজিদ (৬৫) নামে আরও দুইজন আহত হয়। রোববার (২৩ জুন) দুপুর ১টার দিকে শহরতলির দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মজনু চৌধুরী শহরের হাজরা নাটোর এলাকার বাসিন্দা ও নাটাের পৌরসভার প্রয়াত সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম খান চৌধুরী ওরফে হুরুম চৌধুরীর ছেলে। আহত দইর উদ্দিন পাবনা জেলার দাশুরিয়া এলাকার লোকমান হোসেনের ছেলে এবং আব্দুল মজিদ নাটোরের সিংড়ার জয়তুন মুন্সির ছেলে বলে জানা গেছে।
নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু রায়হান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরতলীর নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় একটি বিআরটিসি বাসের সাথে অটোরিক্সার সংঘর্ষ হলে অটোরিক্সাটি ছিটকে মোটর সাইকেলের সাথে ধাক্কা খায়। এতে মোটর সাইকেল চালক মজনু চৌধুরী, অটোরিক্সার যাত্রী দইর উদ্দিন ও আব্দুল মজিদ আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মজনু চৌধুরীকে মৃত ঘোষনা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।