ময়মনসিংহে তিতাস গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ

জাতীয় লীড

ময়মনসিংহ প্রতিনিধি: পাইলিং করতে গিয়ে তিতাস গ্যাস সঞ্চালন লাইনের পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়মনসিংহ অঞ্চলে তিতাস গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

ত্রিশাল উপজেলার মিনিস্টার কোম্পানির পূর্ব পাশে একটি কোম্পানির পাইলিং করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ লাইনটি দুর্ঘটনাবশত আঘাত প্রাপ্ত হয়। গ্যাস লাইন ছিদ্র হয়ে যাওয়ায় লাখ লাখ টাকার গ্যাস আকাশে উড়ে যাচ্ছে। সোমবার (২৪ জুন ২০২৪) বিকেলে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

তিতাস গ্যাস কোম্পানির ডিজিএম নারায়ন চন্দ্র দে জানান, অত্যন্ত স্পর্শকাতর গ্যাসের সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র হওয়ায় তা মেরামত অত্যন্ত জটিল প্রক্রিয়ার মাধ্যমে শুরু করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, বুধবার ভোর রাত নাগাদ সঞ্চালন পাইপলাইনের মেরামত কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। এ কাজটি কখন সম্পন্ন হবে তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোন ধারণা দিতে পারছেন না।

গ্যাস সঞ্চালন লাইনে ক্ষতিগ্রস্ত পাইপের মেরামতের জন্য গ্যাস লাইনটির শাটডাউন সোমবার রাত ১১ টার পর শুরু হয়েছে। এর প্রভাবে ভালুকা, ময়মনসিংহ মহানগরী, মুক্তাগাছা, শম্ভুগঞ্জ, নেত্রকোনা এলাকায় গ্যাস সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আরপিসিএল শম্ভুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিও বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে হঠাৎ গ্যাস লাইন শাটডাউন পড়ায় ময়মনসিংহ মহানগরীর গ্রাহকদের মাঝে নানা শঙ্কা এবং রান্নার কাজে গৃহিণীরা দূর্বিপাকে পড়েছেন। যাদের বাসায় সরবরাহকৃত গ্যাসের চূলা রয়েছে ঐ সকল বাসায় রান্না করার জন্য বিকল্প কোন পথ নেই। তাই বিভিন্ন অসুবিধার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন গ্রাহকরা।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *