চারঘাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

গণমাধ্যম
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) সংশোধিত নির্দেশিকা অনুযায়ী উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিবার্চিত উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একরামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন,চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও চারঘাট পৌরসভার ফুটবল কোর্চ মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন বলেন, যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধূলায় আগ্রহী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। যাচাই-বাছাইয়ের সময় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর একদিন বয়স বেশী হলে কোন খেলোয়াড় অংশ গ্রহন করতে পারবে না।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *