নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা ফেরীঘাট বাসস্ট্যান্ডে গতকাল শনিবার বিকেল ৪টায় জাতীয় শ্রমিক লীগ মান্দা উপজেলা শাখার আয়োজনে ও মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ২০০ জন ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯- নওগাঁ ৪ মান্দা আসনের সংসদ সদস্য জনাব এস এম ব্রহানী সুলতান মাহমুদ (গামা) এমপি,
সাংস্কৃতিক সম্পাদক নওগাঁ জেলা আওয়ামীলীগ ও সাবেক সহসভাপতি মান্দা উপজেলা আওয়ামীলীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান বিশ্বাস উপদেষ্টা মণ্ডলীর সদস্য নওগাঁ জেলা আওয়ামীলীগ, বাবু চন্দন কুমার মৈত্র সহ সভাপতি মান্দা উপজেলা আওয়ামীলীগ, উত্তম কুমার সরকার ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মান্দার, মোজাম্মেল হক কাজী অফিসার ইনচার্জ (ওসি) মান্দা থানা,মোঃ নওশাদ আলী সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মান্দা,মোঃ রুহুল আমিন সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ মান্দা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গরিব ধ্যান শ্রমিক কষ্ট করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে তাদের পরিবারের সদস্যদের জন্য আয়- রোজগার করে। এই বর্ষায় তাদের চলাফেরার খুবই বেদনাদায়ক তাই তাদের সুবিধার কথা বিবেচনা করে আজ আমরা ২০০জন ভ্যানচালকের জন্য রেনকোট বিতরণ করলাম, আরো যেসব ভ্যানচালক রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে রেইনকোট সরবরাহ করা হবে ইনশাল্লাহ।
অন্য এক প্রসঙ্গে এমপি বলেন মান্দার প্রতিটা হাটের সরকারি টোলের বাইরে অবৈধভাবে টাকা আদায়ের ব্যাপারে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।