বাঘা(রাজশাহী) প্রতিনিধি: বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যায় জড়িত সকল সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঘা উপজেলা সেচ্ছাসেবক লীগ। শনিবার(৭জুলাই) উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক,নিহত বাবুলের ছেলে আশিক জাভেদ।
এসময় তারা বাঘা পৌর মেয়র আক্কাছ আলী ও পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজকে খুনি আখ্যায়িত করে তাদেরসহ হত্যায় জড়িত সকল সন্ত্রাসীদের ফাঁসির দাবি করেন। গত ২২ জুন শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে হামলা চালিয়ে বাবুলকে কুপিয়ে হত্যার দাবি করে বলেন, আগে থেকেই পুলিশ প্রশাসনকে অবগত করে মানববন্ধন করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসনের সেই দিনের ব্যবস্থা সংকট দেখেছি। পুলিশ প্রশাসন হত্যার দায় এড়াতে পারেননা।
রাজশাহীর মদদদাতারের মদদে যদি প্রভাবিত হন,তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যাবনা,প্রয়োজনে সঠিক জবাব চাইবো। দুইবারের সাধারন সম্পাদক বাবুলকেই হত্যা করা হয়নি,আ’লীগ পরিবারকে হত্যা করা হয়েছে। বাবুলকে হত্যা করে বাঘার মাটি রঞ্জিত করা হয়েছে। নৈতিক অধিকারে বিচারের দাবিতে রাজপথে দাড়াতে হচ্ছে।
বাবুলের ছেলে আশিক বলেন,আক্কাছ ও মেরাজ গ্রুপিং এর জের ধরে আ’লীগের রক্ত ঝরিয়েছে। সেদিনের ঘটনায় তারা সহ তার লোকজন মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গেছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে হত্যায় জড়িতদের বিচার দাবি করে বলেন,খুনি আক্কাছ ও মেরাজের মৃত্যু নিশ্চিত করা হোক। বিচার না হলে মানুষ আ’লীগের উপর আস্থা হারিয়ে ফেলবে। তিনি পরিবারসহ স্থানীয় সাংসদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে দোয়া চান।
উপস্থিত ছিলেন উপজেলা সেনিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান শফিক,উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা খাতুনসহ স্বেচ্ছাসেবকলীগের নের্তৃবৃন্দ।