বাগাতিপাড়া(নাটোর)সংবাদদা তাঃ স্বৈরাচারী শাসকের পতনের সকল অবদান ছাত্রদের, নিদিষ্ট কোন দলের নয়,তাই আসুন সবাই সকল ছাত্রদের কৃতিত্ব স্বীকার করে তাদের জন্য দোয়া করে নিজেদের দীর্ঘ দিনের ভেদাভেদ ভুলে এক কাতারে বিজয় মিছিল করে আগামীতে কাঁধে কাজ রেখে কাজ করার দীপ্ত শপথ নিতে মাঠে থাকার অঙ্গীকার প্রদান করেছন বাগাতিপাড়া থানা বি এন পির খন্ডিত দুই গ্রুপ।
কেন্দ্রীয় নির্দেশনা মেনে নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক (সাবেক পৌর মেয়র) মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিনের নেতৃত্বে নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার মালঞ্চি বাজারস্থ রেলগেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার আলী সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম সরকার প্রমূখ।
এছাড়াও ভিডিও কলে বক্তব্য দেন স্পেশাল এসিস্টেন্ট টু দা চেয়ার পারসনস ফরেন এফেয়ার্স এডভাইসরি বিএনপি, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল বিএনপি’র সদস্য ফারজানা শারমিন পুতুল। এসময় পুতুল বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,আওয়ামীলীগ,জামায়াত,জা তীয়পার্টি সবাই দেশের নাগরিক। এই নাগরিকদের জান-মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। দেশে কোন সংখ্যা লঘু নেই, সবাই দেশের নাগরিক, সবাই বাংলাদেশি। তাঁদের উপর হামলা বিএনপি বরদাস্ত করবে না। কোনো হিন্দু অধ্যুষিত এলাকা থাকলে তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে দলের নেতাকর্মীদের সেখানে পাহারায় থাকতে হবে। লালপুর-বাগাতিপাড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের প্রতি অনুরোধও জানান তিনি।
এ সময় অন্যান্য বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে যেসব জুলুম, নির্যাতন, চাঁদাবাজী এবং জবরদখল হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এজন্য সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের সংগ্রাম ছিল মুক্তির ও স্বৈরাচার নিপাতের। আমরা এখন তা পেয়েছি। নতুন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।