বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিজয় মিছিল করেছে ছাত্রদল ও যুবদল। এসময় তারা ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না; আওয়ামী লীগের গুণ্ডারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুণ্ডারা হুঁশিয়ার সাবধান; ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা; পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’-এসব স্লোগান দিয়ে বিজয় মিছিল করেন তারা। শনিবার বিকেলে ছাত্রদলের সাবেক নেতা টনি আহমেদের নেতৃত্বে বিজয় মিছিলটি বাঘা মেডিকেল গেট থেকে শুরু হয়ে বাঘা বাজার কলেজ রোড হতে বাঘা পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এতে
উপস্থিত ছিলেন- ছাত্রদল, যুবদলের এলিম, আলিম, শাওন, শামীম, আবু সাঈদ, আলামিন, আরিফ,সেলিম, বুলবুল, লালটু, উজ্জল, রতন, বাবু মিথি, জিমসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ।
এ সময় সাবেক ছাত্রনেতা টনি বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ কোটা সংস্কার আন্দোলনকারী যত ভাই ও বোনেরা জীবন দিয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আমাদের নিরস্ত্র ছাত্রসমাজের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন।