মোঃ রওশন আলম, নওগাঁ: নওগাঁ মান্দায় গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিতে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক মোঃ বাদেশ আলী। রবিবার (২৫ আগষ্ট ) রাত ৮ টা ৫২ মিনিটে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা “চোর হটাও স্কুল বাচাও, আমাদের বিদ্যাপিঠে কোন দূর্ণীতিবাজ,অর্থলোভী,ব্যাক্তি স্বার্থ হাসিল কারীর জায়গা নাই” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় তারা বলেন,প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যবহার করে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য করেন। এছাড়াও তিনি আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে অতিরিক্ত ফি আদায় করে আত্মসাৎ করেন। প্রধান শিক্ষকের নানা অনিয়ম তুলে ধরে তার অপসারণ দাবি করেন একপর্যায়ে রাত ৮টা ৫২ মিনিটে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ লাইলা আঞ্জুমান বানুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগ পত্রে তিনি লিখেন, আমি নিন্মে স্বাক্ষরকারী মোঃ বাদেশ আলী গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ করলাম।
এবিষয়ে জানতে প্রধান শিক্ষক মোঃ বাদেশ আলীর মুঠোফোনে একাধিক বার কল দিলেও সেটা বন্ধ পাওয়া যায়। তাই তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।