ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর রাজমনি সিনেমা হল

বিনোদন

স্বদেশ বাণী ডেস্ক: ঢাকাই চলচ্চিত্র পার করছে দুঃসময়। একদিকে কমছে চলচ্চিত্র নির্মাণ অন্যদিকে প্রেক্ষাগৃহের সংখ্যা। কিছু দিন পর পরই ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন সিনেমা হল। এবার সেই কাতারে যুক্ত হলো রাজধানীর রাজমনি সিনেমা হল। রোববার (১৩ অক্টোবর) সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে।

সকাল থেকে হল ভাঙার কাজ চলছে।

১৯৮৩ সালে রাজমনি সিনেমা হল নির্মাণ করা হয়। এ প্রেক্ষাগৃহে নিয়মিত সিনেমা প্রদর্শন করা হয়ে থাকে। এ হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনি। খোঁজ নিয়ে জানা যায়, রাজমনি হল ভেঙে এখানে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে।

বেশ কয়েক বছর ধরেই ঢাকাই চলচ্চিত্রে মন্দা অবস্থা বিরাজ করছে। খুড়িয়ে খুড়িয়ে চলছে সিনেমা হলগুলো। অনেক সময় নতুন সিনেমা না থাকায় পুরোনো সিনেমা দিয়ে হলগুলো চালু রাখা হয়ে থাকে। এজন্য হল মালিকদের লোকসান গুণতে হচ্ছে।

যার কারণে ধীরে ধীরে প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তবে সিনেমা প্রযোজকদের ভাষ্য, সিনেমা হলের পরিবেশ ভালো না থাকায় দর্শক হলবিমুখ হচ্ছেন। রাজমনি সিনেপ্লেক্সে রূপান্তরিত হলে দর্শকরা ভালো পরিবেশ পাবেন। যা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। সূত্র: পূর্বপশ্চিম।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *