স্বাধীনতার স্মরণে নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছে মেকানিক্স

বিনোদন

 বিনোদন ডেস্ক: স্বাধীনতার স্মরণে “ইতিহাস ৭১” নামের গানটির নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছে দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স। আগামী ২৬ মার্চ এই গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে মেকানিক্স -এর ইউটিউব চ্যানেলে।

এছাড়াও গানটির সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে মেকানিক্স -এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে।
“ইতিহাস ৭১”-এর গানটি ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির ওপর যে নির্যাতন করেছিলো। সেখান থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সময় যেসব বাঙ্গালী শহীদ হয়েছে তাদের স্মরণে এই গানটি করা হয়েছিলো। দীর্ঘ এক বছর পর মেকানিক্সের একক মিউজিক ভিডিও প্রকাশ উপলক্ষ্যে ক্র্যাঙ্ক সহযোগিতায় টি-শার্টও নিয়ে আসছে এই ব্যান্ড। জনপ্রিয় এই ব্যান্ডের টি-শার্টটি পাওয়া যাবে ক্র্যাঙ্ক ওয়েব সাইট https://getsetrock.com/product/itihas-71-mechanix ও মেকানিক্স-এর ফেসবুক পেইজে https://www.facebook.com/mechanixlive|
মিউজিক ভিডিও প্রকাশের বিষয়ে মেকানিক্সের ভোকাল আফতাবুজ্জামান ত্রিদীব বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসকে স্মরণ করে দিতেই আমাদের এই গানের নতুন মিউজিক ভিডিও নিয়ে আসা।

তাছ্ড়াা ইতিহাসের নানা বিষয় নিয়ে গান হলেও অগ্নিঝরা সেই কালো রাত ও মুক্তিযুদ্ধের শহীদের নিয়ে কেউ গান করেনি। আমরা সেই দিনটি এবং আত্মত্যাগী মানুষদের স্মরণ করতে চাই। আশা করি, নতুন এই মিউজিক ভিডিওটি দর্শকদের মাঝে খুব সাড়া ফেলবে এবং আমাদের নতুন ভিডিও উপলক্ষ্যে বাজারে আসছে অসাধারণ ডিজাইনের টি-শার্ট, যেটি শ্রোতাদের মন কাঁড়বে।
বর্তমানে মেকানিক্সের সদস্য হিসেবে রয়েছে ভোকাল আফতাবুজ্জামান ত্রিদীব, বেজ গিটারিস্ট সৌমিক ইসলাম, গিটারিস্ট সাফাত আহমেদ চৌধুরী, গিটারিস্ট গোলাম সাইফ ইরফান, ড্রামার শেখ রিয়াজ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *