রেকর্ড সংক্রমণের দিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩ লাখ ছাড়াল

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক : এক সপ্তাহের মাথায় ফের রেকর্ড সংখ্যক করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এদিন ২ লাখ ৪৬ হাজার মার্কিনি ভাইরাসটির শিকার হয়েছেন। একই সাথে প্রাণহানি ঘটেছে আরও ৩ হাজারের বেশি। এতে করে ট্রাম্পের দেশে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল আজ।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪৬ হাজার ৫৩০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৯ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ২ হাজার ৭৫০ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৯৫ লাখ ৭ হাজার ৪১৯ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ১৫ লাখ ২৬ হাজার ছুঁতে চলেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৮৫১ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ২৫ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ২৪ হাজার ২৯৮ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১১ লাখ ৬ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ১৯ হাজার ৭১৪ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৮ লাখ ৩৩ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৬৭ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৭ লাখ ৯৩ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে ৩৫ হাজার ৪২১ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ৩১ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১০ হাজার ৩১ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৩৩১ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৪ লাখ ৫৮৪ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ৮০৫ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *