আমাকে জেলে রেখে পিটিআই নেতাকর্মীদের ছেড়ে দিন: ইমরান খান

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমাকে জেলে রাখতে চাইলে রাখা হোক, তবু তার দলের নেতাকর্মীদের ছেড়ে দেওয়া হোক।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এ আহ্বান জানিয়েছেন ।

মঙ্গলবার (২৬ মার্চ) ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলার শুনানির পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বিচার বিভাগের প্রতি এ আর্জি জানিয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

এ সময় ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার প্রতি আহ্বান জানান, গত বছরের ৯ মে সেনা স্থাপনায় ভাঙচুরের অভিযোগে তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হোক।

ইমরান খান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্তই হয়নি।’

এ সময় তিনি বলেন, তথ্যপ্রমাণ লোপাট ও লুকিয়ে রাখাও একধরনের অপরাধ। একটি রাজনৈতিক দলকে ৯ মের ঘটনার ওপর ভিত্তি করে স্রেফ নাই করে ফেলা হচ্ছে।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পিটিআই নেতাকর্মীদের মুক্তি দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। যদি আপনারা আমাকে জেলে রাখতে চান, রাখুন। তার পরও বাকিদের ছেড়ে দিন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *