করোনায় পৃথিবী ছাড়া সোয়া ৩ লাখ মার্কিনি

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা সোয়া ৩ লাখ ছাড়িয়েছে আজ। থেমে নেই সংক্রমণও। গত একদিনেও যার শিকার ২ লাখের বেশি মার্কিনি। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ দোরগোড়ায় পৌঁছেছে। তবে পিছিয়ে সুস্থতার হার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১০৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৭১৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৪১ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ২৬ হাজার ৭৭২ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৮ লাখ ২ হাজার ৪৯৬ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ১৯ লাখ ৩১ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার ৯২৩ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ১৬১ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১২ লাখ ১২ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ২০ হাজার ৬৮০ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৯ লাখ ৫ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫২৭ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৮ লাখ ৯৭ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৩৬ হাজার ৫৮১ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ৯১ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ ঝরেছে ১০ হাজার ৩৯৯ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৯ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৯ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৪ লাখ ৪৬ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ৩৫১ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *