নতুন বছরে খোলা চিঠিতে নাগরিকদের যা বললেন কিম

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষে উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন জনগণের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নববর্ষ উপলক্ষে কিম তার বাবা ও দাদার সমাধিও পরিদর্শন করেছেন।

নাগরিকদের কাছে লেখা খোলা চিঠিতে কিম জং উন মহামারীর মধ্যে ক্ষমতাসীন দলের ওপর আস্থা ধরে রাখায় জনগণকে ধন্যবাদ জানান। মানুষের আকাঙ্ক্ষা পূরণে আরও কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতিও দেন তিনি।

তবে প্রতি বছরের মতো এবারও নববর্ষে কিম কোনো ভাষণ দিয়েছেন কি না, তা জানা যায়নি।

জনগণের উদ্দেশে লেখা চিঠিতে কিম বলেন, ‘আমি নতুন বছরেও কঠোর পরিশ্রম করব নতুন যুগ দ্রুত এনে দিতে। সেই যুগে আমাদের জনগণের আদর্শ ও আকাঙ্ক্ষাগুলো সত্যে পরিণত হবে।’

এর আগে গত অক্টোবেরে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার কথা স্বীকার করে কেঁদে ফেলেন কিম। নাগরিকদের কাছে সেই সময়ে ক্ষমাও চান তিনি।

করোনাভাইরাসের মহামারীতে উত্তর কোরিয়ার কেউ আক্রান্ত হয়নি বলে দাবি করে আসছে পিয়ংইয়ং। তবে এই দাবি নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই। তবে ভাইরাস সংক্রমণ রুখতে সীমান্ত বন্ধসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়ায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কবলিত দেশটির অর্থনীতি আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *