প্রেমিকাকে অমূল্য উপহার! পরিণামে গ্রেফতার

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: প্রিয় মানুষের বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে আমরা কত কী ই না করি। কিন্তু এমন কিছু দিতে গিয়ে যদি প্রাণ সংশয় হয়? এমনই ঘটনা ঘটেছে দুবাইয়ে। জন্মদিনের উপহার হিসেবে প্রেমিকাকে কল্পনাতীত উপহার দিতে গিয়ে শ্রীঘরে প্রেমিক। কারণ সে চুরি করেছে। আপনি কি ভাবতে পারেন আপনার বিশেষ দিন বা জন্মদিনে কেউ আপনাকে উট উপহার দেবে? এই প্রেমিক তাই করেছে। কিন্তু এখন চুরির দায়ে সে জেলে।

প্রেমিকাকে এমন কিছু দিতে চেয়েছিলো যাতে তার কদর বাড়ে প্রেমিকার কাছে। তাই সে একটি সদ্য জন্মানো উট চুরি করেছিল। আমিরাত-এর পুলিশ এই বাচ্চা উট চুরির দায়ে তাকে গ্রেফতার করেছে। সদ্যজাত উটটির মালিক জানায় যে এই মাসের শুরুর দিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না সেই উটটিকে। সঙ্গে সঙ্গে দুবাই পুলিশ কাছাকাছি অবস্থিত এলাকাগুলিতে তল্লাশি চালায় কিন্তু কোনো লাভ হয়নি।

বেশ কিছুদিন পর পুলিশ কর্তৃপক্ষ একটি ফোন পায়। যিনি ফোন করেন তিনিই জানান যে যেখান থেকে উটটি চুরি হয়েছে সেখান থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত তার ফার্মে একটি উট ঢুকে পড়েছে। এরপরে পুলিশদের সন্দেহ হওয়ায় তারা সেই লোকটিকেই জিজ্ঞাসাবাদ করতে থাকে। শেষে সে স্বীকার করে যে সে তার প্রতিবেশীর খামারে ঢুকে সেই বিরল প্রজাতির উটের শাবকটিকে চুরি করেছে তার প্রেমিকাকে উপহার দেওয়ার জন্যে। সে এটাও জানায় যে সে একটি পূর্ণবয়স্ক উট চুরি করতে গিয়েছিলো। সেটা খুঁজে না পাওয়ায় সে বাচ্চা উটটি চুরি করে। কিন্তু ধরা পড়ার ভয়ে নিজেই পুলিশকে ফোন করে মিথ্যে গল্প বানায়।

পুলিশ ওই মালিককে তার চুরি হওয়া উটের শাবকটি ফিরিয়ে দিয়েছে। একইসঙ্গে যুবক ও তার প্রেমিকাকে চুরির দায়ে ও মিথ্যে বলার কারণে আটক করেছে। একসময়ে দুবাইয়ের ঐতিহ্য বলতে উটকেই মানা হতো। কিন্তু ক্রমে সময়ের সঙ্গে সঙ্গে সেই আভিজাত্য লোপ পেয়েছে। তবে এখনো কেউ কেউ সেখানে তার নিজস্ব খামারে উট পালন করেন দুধ ও মাংসের জন্যে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *