নাইজারে বিদ্রোহীদের হামলায় নিহত ১৩৭

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক:  নাইজারের সীমান্ত এলাকায় বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৩৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। মালি সীমান্তবর্তী ৩টি গ্রামে এলোপাথাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

সোমবার (২২ মার্চ) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির সরকার।

বিবৃতিতে জানানো হয়, মোটরবাইকের মাধ্যমে মালি সীমান্তবর্তী ৩টি গ্রামে হামলা চালায় আতঁতায়ীরা। আগ্নেয়াস্ত্রের মাধ্যমে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে গ্রামবাসীর ওপর। তাতে বহু মানুষ আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, একদিন আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মোহামেদ বাজোমের ওপর চাপপ্রয়োগের জন্যই এ হত্যাযজ্ঞ চালানো হয়েছে। হামলাকারীরা সবাই জঙ্গি সংগঠন আল-কায়েদা ও আইএস মতাদর্শে বিশ্বাসী।

উল্লেখ্য, গত ১৫ মার্চ তিলাবেরি প্রদেশে বাসে হামলা চালিয়ে ৬৬ আরোহীকে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন, আঞ্চলিক সামরিক জোটের ওপরও হয় হামলা; প্রাণ হারান মালির ৩৩ সেনা।

এছাড়া গত ২ জানুয়ারি নাইজারের পশ্চিমাঞ্চলীয় দুইটি গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত হন ১শ’ জনের উপরে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *