এবার সশস্ত্র তালেবান যোদ্ধাদের আইসক্রিমে মাতল নেটদুনিয়া

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক: দীর্ঘ দুই  দশক পর ফের আফগানিস্তানের শাসন ক্ষমতায় এসেছে তালেবান। রক্ষণশীল সংগঠনটি তাদের কঠোর মনোভাব থেকে অনেকটাই সরে এসেছে বলে দাবি করেছে।

এদিকে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তালেবান যোদ্ধাদের জিমে কসরৎ আর বিনোদন পার্কে রাইড উপভোগসহ বেশ কয়েকটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এবার সশস্ত্র তালেবান যোদ্ধাদের রাজধানী কাবুলের রাস্তায় আইসক্রিম খাওয়ার একটা ছবি আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আফগান টেলিভিশন চ্যানেল টোলো নিউজের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রথমে শেয়ার করা হয়। এরপর তা ভাইরাল হয়।  অনেকেই এই ছবি রি-টুইট করেছেন। নানা রকম মন্তব্য করেছেন ছবিটি নিয়ে।

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন,  তালেবানের জনসংযোগ টিম অবিশ্বাস্য রকমের ভালো। তারা দারুণ সময় কাটাচ্ছে।

আরেকজন নেটিজেন ছবিটি শেয়ার করে লিখেছেন, এরপর কী তারা (তালেবান) রোলিং স্টোন ম্যাগাজিনের কভারে জায়গা করে নেবে?

আরেকজন লিখেছেন, আইসক্রিম আর ডিজনিতে একটা ট্রিপ। হয়তো এটাই এই মানুষগুলোর দরকার।  খুশি থাকা আর কম খারাপ কাজ করা।

আরেকটি ভাইরাল ছবিতে কয়েকজন তালেবান যোদ্ধাদের একটি আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে দেখা গেছে।
এর আগে, কাবুলের প্রেসিডেন্ট প্যালেস দখলের সেখানকার জিমে তালেবান যোদ্ধাদের কসরতের ভিডিও ভাইরাল হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *