৭০ লাখ ইসরাইলির তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকার!

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক:  প্রায় ৭০ লাখ ইসরাইলির ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করছে একজন সাইবার অপরাধী। শনকানিচিল নামে এই ব্যক্তি ইসরাইলের পৌরসভার ব্যবহার করা ‘সিটি৪ইউ’ ওয়েবসাইট হ্যাক করে এই তথ্য হাতিয়ে নিয়েছে।

ইসরাইলের গণমাধ্যম  জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ওই সাইবার অপরাধীর দাবি সত্য হলে এটা হবে- ইসরাইলের ইতিহাসে সব থেকে বড় চুরি।

খবরে আরও বলা হয়েছে, হ্যাকার সত্যি সত্যি ইসরাইলের ৮০ শতাংশ নাগরিকের তথ্য চুরি করেছেন তার প্রমাণস্বরূপ ইহুদি নাগরিকদের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ ব্যক্তিগত তথ্য প্রকাশ করা শুরু করেছেন।

হ্যাকার  অনেকগুলো পৌরসভার ওয়েবসাইটে অনুপ্রবেশ করে সফলভাবে তথ্য হাতিয়ে নিয়েছেন জানিয়ে তথ্য বিক্রির প্রস্তাব দিচ্ছেন। তবে কেমন মূল্যে এই তথ্য বিক্রি করতে চান সেটা জানাননি তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *