রাজশাহী-৫ আসনের এমপি পরিচয়ে পুলিশের সঙ্গে প্রতারণা! অত:পর

রাজশাহী লীড

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

মুঠোফোনে নিজেকে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য মনসুর রহমান দাবি করে সে পুলিশের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিল বলে জানা গেছে।

অভিযুক্ত জাহাঙ্গীর উপজেলা সদরের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। সোমবার (২০ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি (শিবপুরহাট) ইনচার্জ উপ-পরিদর্শক কাজল কুমার নন্দী জানান, জাহাঙ্গীর আলম হাইওয়ে পুলিশ সুপারকে (বগুড়া) মুঠোফোনের মাধ্যমে নিজেকে পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য মনসুর রহমান পরিচয় দিয়ে শিবপুরহাট ফাঁড়িতে জব্দ করা একটি অবৈধ গাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

বিষয়টিতে পুলিশ সুপারের সন্দেহ হলে তিনি তদন্তের নির্দেশ দেন। তদন্তে ওই মুঠোফোন নম্বরটি সংসদ সদস্যের ছিল না বলে নিশ্চিত হওয়া যায়।

এমতাবস্থায়, সোমবার দুপুরে জাহাঙ্গীরকে কৌশলে থানায় ডেকে ফাঁড়ি থেকে গাড়িটি নিয়ে যেতে বলা হয়। পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে ফাঁড়িতে গেলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। সূত্র: ঢাকা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *