রাজশাহীতে ইসকন মন্দিরের ভিত্তি ফলক উন্মোচন করেন রাসিক মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ১৮ তলা বিশিষ্ট নবনির্মিতব্য শ্রী শ্রী দিগম্বর জৈনঠাকুর মন্দির বাড়ি (ইস্কন মন্দির) এর শিলান্যাস ভিত্তি প্রস্তরের ফলোক উন্মোচন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নগরীর রেশমপট্টিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তি প্রস্তর ফলোক উন্মোচন করেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)।

ভিত্তিপ্রস্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্বক্ষেত্রে চোখে পড়ার মতো উন্নয়ন করছেন। নিজেদের অর্থে পদ্মা সেতু হচ্ছে, উন্নয়ন আজ কোন কল্পকাহিনী বা আবেগের কথা নয়, এখন টেলিভিশন, পত্র-পত্রিকার পাতা খুললেই দেখা যাবে দেশের উন্নয়নের চিত্র। দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে রাজশাহীরও উন্নয়ন হচ্ছে।

মেয়র আরো বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টানসহ সবাই মিলে মহান মুক্তযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। এখন সবাই একসাথে দেশের উন্নয়ন করছি। অনুষ্ঠানে মেয়র ইস্কন মন্দির নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ^াস প্রদান করেন।

অনুষ্ঠানে ইস্কনের অধ্যক্ষ রামেশ^র গৌর দাস ব্রক্ষচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি শ্রী অনিল কুমার সরকার, রাসিকের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম সরকার, রুয়েটের প্রফেসর ড. নিরেন্দ্রনাথ মুস্তফী, বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার সেরওয়াগী জৈন, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামাল কুমার ঘোষ।

আর্শীবদকবৃন্দ ছিলেন ভারত, মায়াপুর ইস্কন সন্ন্যাসী, শ্রী শ্রীমৎ ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ, বাংলাদেশ ইস্কন এর সহসভাপতি শ্রী শ্রীমৎ ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রক্ষচারী।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *