অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৪ শিশু-কিশোর

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হয়ে ভারতের শিশু শোধনাগারে ১২/১৫ মাস মেয়াদে কারাভোগ শেষে চার বাংলাদেশি শিশু-কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় অভিবাসন পুলিশ।

গতকাল দুপুর ১২টায় ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি রফিকুজ্জামানের হাতে চার শিশু কিশোরকে তুলে দেন।

‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

দেশে ফেরা চার শিশু কিশোর হলো- রাজশাহীর বোয়ালিয়ার শালবাগান এলাকার মিঠু মিয়ার ছেলে জহিরুল ইসলাম ও আলামিন ইসলাম, সুনামগঞ্জের ছড়ারপাড় এলাকার সাহাব উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ ও পঞ্চগড়ের আটোয়ারী থানার রাজু ইসলামের ছেলে আরিফ হোসেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি রফিকুজ্জামান জানান, ১২/১৫ মাস পূর্বে কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ওই চার শিশু-কিশোর হিলি ও পঞ্চগড় সীমান্ত দিয়ে বেড়ানোর উদ্দেশে ভারতে গেলে সেদেশের সীমান্ত রক্ষী বাহিনী তাদের আটক করে। আটকের পর তাদের আদালতে পাঠানো হলে বয়স বিবেচনা করে তাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শিশু শোধনগারে পাঠানো হয়। সেখানে তারা ১২/১৫ মাস মেয়াদে আটক ছিল।

গতকাল ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ওই চার শিশু কিশোরকে আমাদের হাতে তুলে দেন, পরে আমাদের ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষ করে তাদের অভিভাবকদের হাতে আমরা তাদের বুঝিয়ে দিয়েছি। সূত্র: ঢাকা টাইমস।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *