অর্ধশত নাশকতা মামলার পলাতক আসামি জামায়াত নেতা আকবর আলী গ্রেফতার

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: যুদ্ধাপরাধসহ অর্ধশত নাশকতা মামলার পলাতক আসামি জামায়াত নেতা রাজাকার মাওলানা আকবর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামে তার মেয়ের বাড়ি থেকে এক যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আকবর আলী কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের মৃত শেখ জবেদ আলীর পুত্র।

সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আকবর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলাসহ ২০১৩ সালে নাশকতার অভিযোগে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ৫০ টিরও বেশি মামলা আছে।

২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে মাওলানা আকবর নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৩ সাল থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার ব্রজবক্স এলাকায় তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানে নেতৃত্বে দেয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে যুদ্ধাপরাধ (মামলার নং জিআর ৯২/৯, কালিগঞ্জ ) মামলা দায়ের করা হয়। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *