নরসিংদীতে ডিবি পুলিশ পরিচয়ে ৫ স্বর্ণের দোকান লুট

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: নরসিংদীতে ডিবি পুলিশ পরিচয়ে পাঁচটি স্বর্ণের দোকান ও একটি চালের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের এলোপাতাড়ি পিটুনিতে দুই জন আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাত দল ১০৯ ভরি স্বর্ণালংকার, ৫০০ ভরি রূপার অলংকার ও নগদ ১৮ লাখ টাকা লুট করে নিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৩টার দিকে শীতলক্ষা নদী দিয়ে স্পিডবোট যোগে ২০-২৫ জনের একদল ডাকাত ঘোড়াশালের স্বর্ণ পট্টিতে হানা দেয়। এ সময় তারা বাজারের নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে নিরাপত্তারক্ষীদের একসঙ্গে বেঁধে পরপর পাঁচটি স্বর্ণের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ১০৯ ভরি স্বর্ণালংকার, ৫০০ ভরি রূপার অলংকার ও নগদ ১৮ লাখ টাকা লুট করে নেয়। এতে বাধা দিতে গেলে দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করে ডাকাত দল।

পলাশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, পাঁচটি দোকান থেকে ১০৯ ভরি স্বর্ণালংকার, ৫০০ ভরি রূপার অলংকার ও নগদ ১৮ লাখ টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সব কিছু যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *