কেশবপুরে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক পরিচিতি সভা

জাতীয়

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পরিত্রাণের আয়োজনে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) এর অর্থায়নে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ৫ বছর মেয়াদী শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক ওয়াই মুভস প্রকল্পের পরিচিতি সভা বৃহস্পতিবার দিনব্যাপী পরিত্রাণের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এন সি টি এফ কেশবপুর উপজেলা শাখার সভাপতি পিয়া দাসের সভাপতিত্বে ও পরিত্রাণের হিসাব রক্ষক প্রবীর সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, খেলাঘরের সভাপতি আবদুল মজিদ বড়ভাই, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, সমাধানের কর্মকর্তা মুনসুর আলী, এনজিও কর্মকর্তা সুফিয়া পারভীন শিখা, ইউপি সদস্য নাজমা খানম ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সৈয়দ রিফাত।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়াই মুভস প্রকল্পের কর্মকর্তা তারেক হাসান রকি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *