কৃষির উন্নতির ওপরই মানুষের জীবিকা ও আয় নির্ভর করছে: কৃষিমন্ত্রী

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কৃষির উন্নতি না হলে দেশের মানুষের জীবিকার উৎস ও আয় বাড়বে না। ড. রাজ্জাক আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আরিফুর রহমান অপুর বিদায় উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন। মো. আরিফুর রহমান অপু সম্প্রতি গ্রেড-১ হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।

দেশের ৬০ থেকে ৭০ ভাগ লোক গ্রামে বাস করেন ও তাদের আয় মূলত কৃষির ওপরই নির্ভর করে উল্লেখ করে তিনি বলেন, তাদের আয় না বাড়লে স্থানীয় বাজার উন্নত হবে না। আর স্থানীয় বাজার উন্নত না হলে শিল্প কারখানার প্রসার লাভ করবে না।

মন্ত্রী আরো বলেন, এতে বিদেশী বিনিয়োগও সেভাবে আসবে না। কারণ বিদেশী বিনিয়োগকারীরা যেখানে বিনিয়োগ করে বা যে পণ্যটি উৎপাদন করবে, তা স্থানীয় বাজারে বিক্রি করতে পারবে কিনা সেটি আগে বিবেচনা করে। সেজন্য শুধু রপ্তানী নির্ভর পণ্যের জন্য তারা বিনিয়োগে উৎসাহিত হয় না।

কর্মকর্তাদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব হলো কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা। এ কাজে আমাদের সফল হতে হবে। এক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হলো আমাদের বিশাল জনসংখ্যা যা বর্তমানে সাড়ে ১৬ কোটির বেশি।

তিনি বলেন, এই বিশাল জনগোষ্টীর জন্য মূল খাদ্য উৎপাদন করতে হবে। একই সঙ্গে পুষ্টি নিরাপত্তার জন্য দুধ, ডিম, মাংস, মাছ সহ অন্যান্য পুষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য পোল্ট্রি, ডেইরি ও মাছের খামার করতে হচ্ছে, ফিডের জন্য ভুট্টার চাষ হচ্ছে।

মন্ত্রী বলেন, এছাড়াও তেল জাতীয়, ডাল জাতীয় ফসলও উৎপাদন করতে হবে। এজন্য জমি লাগবে, কিন্তু নানা কারণে চাষের জমি কমছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সকল ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় কৃষি সচিব মো. মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. আব্দুর রৌফ, অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব (গবেষনা) কমলারঞ্জন দাস, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (পিপিপি) মো. রহুল আমিন তালুকদার, মহাপরিচালক (বীজ) বলাই কৃষ্ণ হাজরা সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *