ভারতে বাংলাদেশি তরুণীকে গণধর্ষণ: আরও ৩ জন গ্রেফতার

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: ভারতে পাচার হয়ে গণধর্ষণের শিকার এক তরুণীর মামলার পর নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ থেকে বুধবার সকালে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশের ক্ষুদেবার্তায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পুলিশের বার্তায় বলা হয়, ভারতে পাচার হওয়া এক কিশোরী তিনমাস নির্যাতনের ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করার পর ওই তিনজনকে গ্রেফতার করা হয়।  এই তিন জনের একজন ১ হাজার নারী পাচার করেছে।

ভারতের বেঙ্গালুরুতে সম্প্রতি বাংলাদেশের এক তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়।  শারীরিক নির্যাতনের সময় ২২ বছরের ওই তরুণীকে দল বেঁধে ধর্ষণও করা হয় বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়।

ওই ঘটনায় ভারতের বেঙ্গালুরু পুলিশ ছয় জনকে গ্রেফতার করে।  এদের মধ্যে টিকটক হৃদয় বাবুসহ দুজন পালানোর সময় গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ভারতের পুলিশ। তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মানবপাচারের এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে মঙ্গলবার ঝিনাইদহ সদর, যশোরের অভয়নগর ও বেনাপোল থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *