শিশুকন্যা‌ হত‌্যার দায়ে সৎম‌ায়ের ফাঁসির আদেশ

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক: খুলনার তেরখাদা উপ‌জেলার আড়কা‌ন্দি গ্রা‌মের শিশু কণ‌্যা তানিশা খাতুন (৫)‌কে কু‌পি‌য়ে হত‌্যার দায়ে সৎমা তিথী আক্তার মুক্তাকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

সোমবার (১৫ ন‌ভেম্বর) খুলনার জেলা ও দায়রা জজ (‌সি‌নিয়র জেলা জজ) মোঃ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রেন।

রায় ঘোষণাকা‌লে দণ্ডপ্রাপ্ত আসা‌মি আদাল‌তের কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন। সে ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের দক্ষিণপাড়ার মৃত হোসেন আলী শেখের কন্যা। হত‌্যার শিকার শিশু তা‌নিশা ‌তেরখাদার আড়কা‌ন্দি গ্রা‌মের মোঃ খাজা শেখের কন্যা।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরণে জানা যায়, আড়কা‌ন্দি গ্রা‌মের আনসার ব্যাটালিয়নের সদস্য মোঃ খাজা শেখের দ্বিতীয় স্ত্রী তিথী আক্তার মুক্তার সা‌থে পূর্বের স্ত্রীর সন্তান শিশু তা‌নিশা থাক‌তো। স্বামীর সা‌থে পারিবা‌রিক কল‌হের জের ধ‌রে চল‌তি বছ‌রের ৬ এপ্রিল রা‌তে শিশু তা‌নিশাকে দা দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রেন সৎমা তিথী আক্তার।

তা‌নিশার বাবা এসময় বান্দরবনে কর্মরত ছি‌লেন।

এঘটনায় পর‌দিন তেরখাদা থানায় তা‌নিশার দাদা মামলা দা‌য়ের করেন। গ্রেফতার হওয়ার পর মুক্তা ১৬৪ ধারায় স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দেন। তদন্ত কর্মকর্তা এসআই শ‌রিফুল ইসলাম ৩১ ‌মে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন।

এ মামলায় মোট ২২ জন সাক্ষ্য দিয়েছেন। মামলায় রাষ্ট্রপ‌ক্ষের কৌশুলী ছি‌লেন জেলা পি‌পি শেখ এনামুল হক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *