বরখাস্ত মেয়র জাহাঙ্গিরের বিরুদ্ধে মানহানি মামলা

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক:  গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১শ’ কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলা হয়েছে।

রোববার গাজীপুরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাদিপক্ষের আইনজীবী নূর নবী সরদার।

আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান (শাহসুলতান আতিক) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলার বাদী অভিযোগ করেন, অভিযুক্ত একজন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তার বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুন্ন হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।

এতে ১শ’ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আদালত আগামী ৩০ জানুয়ারির মধ্যে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *