দক্ষিণ সুনামগঞ্জে জতীয় পুষ্টি নীতি ও কর্মকৌশল নাগরিক অবহিতকরণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত

জাতীয়

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে জতীয় পুষ্টি নীতি ও কর্মকৌশল ২০১৬-২০২৫ নাগরিক অবহিতকরণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র শান্তিগঞ্জ এফআইভিডিবির হল রুমে, এফআইভিডিবির আয়োজনে, এফআইভিডিবির জাহেদ আহমদের পরিচালনায়- স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবির সিনিয়র কোঅর্ডিনেটির ফখরুল ইসলাম চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মো: মাসুদ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আতিকুর রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, সিএসএসান এর ফিল্ড কোঅর্ডিনেটর জুয়েল খান, এফ আইভিডিবির নিওট্রেশন অফিসার মো: আবু সাঈদ, এফআইভিডিবি শান্তিগঞ্জ অফিসের রিজোনাল ম্যানাজার মো: বজলুর রহমান, এফ আইভিডিবির ডাক ভ্যালু চেইন প্রজেক্টের উপজেলা ম্যানাজার ফারহানা বেগম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনজিও পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, কেয়ার বাংলাদেশের এর মোঃ আব্দুল আলিম, সমাজ কর্মী হিল্লোল পুরকায়স্থ, ডুংরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা চক্রবর্তী, ঢাকা আহসানিয়া মিশন লেট আপলান প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার সালেহা বেগম, র্ব্যাক এর প্রোগ্রাম অর্গানাইজার সুকুমার সরকার, মৎস্যজিবী তমিজ আলী, ইউপি সদস্য আশরাফ আলী, ব্যবসায়ী মাওঃ রমজান হোসাইন, কৃষক সাহেদ আলী, নির্মান শ্রমিক আব্দুল হান্নান, শিক্ষার্থী নাজিয়া জান্নাত নিলিমা, ফারজানা আক্তার শিউলী, গৃহিণী নাজমা, খালেদা, আছমা বিবি প্রমূখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *