চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহী লীড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আবুল হোসেন (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর এলাকার সেতাউর রহমান বিশ্বাসের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ২১শে ফ্রেব্রুয়ারি র‌্যাবের অভিযানে নিজ বাড়ি থেকে এক কেজি পনের গ্রাম হেরোইনসহ আটক হন আবুল।

এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের তৎকালীন উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস রায় সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ২০১৮ সালের ২৪ এপ্রিল আবুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। দুপুরে শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। সূত্র: পূর্বপশ্চিমবিডি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *