নির্মাণাধীন ‘সিটি সেন্টার’ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় নগরীর সোনাদীঘিস্থ রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬তলা বিশিষ্ট নির্মাণাধীন ‘সিটি সেন্টার’ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বুধবার দুপুরে পরিদর্শনকালে সিটি সেন্টারের নির্মাণ কাজের অগ্রগতিসহ সার্বিক খোঁজখবর নেন এবং সোনাদীঘি মার্কেট ব্যবসায়ীদের পুর্নাবাসনের ব্যাপারে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে আলোচনা করেন।

পরির্দশনকালে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেয়র খায়রুজ্জামান লিটন প্রথম মেয়াদে দায়িত্বে থাকাকালে ২০০৯ সালে সিটি সেন্টার এর নির্মাণকাজ শুরু হয়। তবে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিটি সেন্টারের কাজ বন্ধ ছিল।

২০১৮ সালের ৫ অক্টোবর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ করার উদ্যোগ নেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরপরই গতিশীল হয় সিটি সেন্টারের নির্মাণ কাজ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *