রাজশাহীতে ব্রেড, বিস্কুট, কনফেকশনারী, চানাচুর ও লাচ্চা সেমাই উৎপাদনকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও জেলার ব্রেড, বিস্কুট, কনফেকশনারী, চানাচুর এবং লাচ্চা সেমাই উৎপাদনকারীদের নিয়ে এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টায় সার্কিট হাউজের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক।

উক্ত কর্মশালায় সাস্থ্যসম্মত ও মানসম্মত পণ্য কিভাবে প্রস্তুত করা যায় সে বিষয়ে বেকারি মালিক ও শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মোঃ আসলাম শেখ এবং ব্যবসায়িগণকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করেন রাজশাহী জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্রেড ও বিস্কুট প্রস্তুতকারক সমিতি উত্তরবঙ্গ পরিষদের সভাপতি মোঃ মাকসুদুল আলম পাটোয়ারী, বিভাগীয়-১ সভাপতি মোঃ সেকেন্দার আলী ও রাজশাহী জেলার সভাপতি মোঃ সেলিম রেজা প্রমূখ।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি রাজশাহী জেলা শাখার সহযোগিতায় কর্মশালায় প্রায় দুই শতাধিক বেকারি মালিক শ্রমিক-কর্মচারী প্রশিক্ষণ নেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *