মুক্তিযোদ্ধা আবদুর রহিমের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: নগরীর ১৯ নং ওয়ার্ডের শিরোইল কলোনি ৩ নম্বর গলি নিবাসী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিমের (৬৩) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন মেয়র।

রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম শনিবার ভোর ৪টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস ক্যান্সারজনিত রোগে ভুগতেছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্ঠিয়ার ভেড়ামারায়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর শাহ মখদুম দরগা মসজিদে মরহুমের জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গোরহাঙ্গা কবরস্থানে তাকে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা আবদুর রহিম ৭ নং সেক্টর হতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

মরহুম ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে অবসর গ্রহণ করেন। একাত্তরের চিঠি মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ে ৫৬ নং পাতায় তার খোলা চিঠি প্রকাশিত হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *