সিলিন্দা-বাইপাস সংযোগ সড়কের নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:  রাজশাহী নগরীর তেরখাদিয়া সিলিন্দা কালভার্ট হতে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর জলাবদ্ধতা দুরীকরণার্থে নর্দমা নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এ সংযোগ সড়ক নির্মাণকাজ উদ্বোধন করা হয় ।

জানা গেছে, ১৮ ফিট প্রশস্ত প্রায় ১ কিলোমিটার এ সড়ক নির্মাণে ব্যয় হবে ৩ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকা। আগামী দুই মাসের মধ্যে এ রাস্তা নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ড্রেনের পাশে রাস্তা নির্মাণের ফলে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহজ হবে। এছাড়া নির্মাণাধীন রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। যার সুফল ভোগ করবে সংশ্লিষ্ট এলাকাবাসী।

রাস্তা নির্মাণকাজ উদ্বোধনকালে রাসিকের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন আনার, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফিরোজ কবীর সেন্টু, রাসিকের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রকল্প পরিচালক ও রাসিকের নির্বাহী প্রকৌশলী মো. নুর ইসলাম, নির্মাণকারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী তৌরিদ আল মাসুদ, শামসুজ্জামান রতনসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *