কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলি, নিহত ২

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যের এলোপাতাড়ি গুলিতে মোটরসাইকলে আরোহী এক নারী নিহত হয়েছেন। এসময় ওই পুলিশ নিজেও রাইফেল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাতাড়ি গুলি চালায়। কলকাতা পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটানা ঘটে। পরে গুলি চালিয়ে নিজেকেও শেষ করে দেন ওই নিরাপত্তারক্ষী। আরও বেশ কয়েকজনের শরীরে গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

জানা গেছে, স¤প্রতি ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশ মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০-১৫ রাউন্ড গুলি চালান তিনি। তারপর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন। ওই পুলিশের ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর গায়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের সমাবেশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *