মুজিববর্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে মেয়রপতœী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।

পুষ্পস্তবক অর্পনের পর বেলুন উড়িয়ে রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের শুভ উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্যকালে মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিভৃত একটি গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু। সেখানে জন্ম নিয়ে নিজেকে এমনভাবে তৈরি করলেন বঙ্গবন্ধুকে দেখে ভয় পেত পাকিস্তানী সেনারা, বঙ্গবন্ধুর জয় বাংলা ¯েøাগান শুনলে আতঙ্কিত হতো তারা। এ বছর জয় বাংলা ¯েøাগানটি হাইকোর্ট কর্তৃক জাতীয় ¯েøাগানের স্বীকৃতি লাভ করেছে। এই ¯েøাগান ধারণ করে যুদ্ধ করেছিলেন মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধুর শাহাদতের পরে এই ¯েøাগানকে ধারণ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তিল তিল করে এগিয়ে গেছে। নানা চরাই উৎরায় সংগ্রামের পর আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। উন্নয়নের যে মহাসড়কের আমরা উঠে গেছি, সেখান থেকে আর কেউ নামাতে পারবে না ইনশাল্লাহ।

এ সময় বক্তব্যকালে মেয়র মুজিববর্ষে প্রত্যেককে একটি করে ভালো কাজ করার আহŸান জানান।
আলোচনা সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহীন আকতার রেনী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক হোসেন, মোঃ রেজাউল ইসলাম বাবুল, মোঃ নাঈমুল হুদা রানা, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ফিরোজ কবির সেন্টু, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক এ.এস.এম ওমর শরীফ রাজীব, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ.ম.আ জাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার ও মোঃ আসাদুজ্জামান আজাদ, সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, সাবেক সদস্য আহসানুল হক পিন্টু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিনসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *