রাজশাহীতে স্কুলে পিকনিক করায় প্রধান শিক্ষক আটক, পরে মুচলেকায় ছাড়

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস প্রতিরোধে বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তারপরেও বৃহস্পতিবার রাজশাহী নগরীর শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ভোজের আয়োজন করা হয়েছিল।

জেলা প্রশাসন স্কুলটির প্রধান শিক্ষক নিরঞ্জন প্রমানিককে আটক করে মুচলেকা আদায় করেছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্কুলটিতে অভিযানে যান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, সহকারী কমিশনার জর্জ মিত্র চাকমা ও আবদুল মালেক। তখন স্কুলের ভেতরে রান্নাবান্নার কাজ চলছিলো। পিকনিকে অংশ নিয়েছিলো প্রায় ২০০ শিক্ষার্থী।

নিষেধাজ্ঞা অমান্য করে এ আয়োজন করায় প্রশাসনের কর্মকর্তারা প্রধান শিক্ষককে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, জেলা প্রশাসক হামিদুল হকের কাছে হাজির করা হলে নিজের ভুল স্বীকার করেন প্রধান শিক্ষক নিরঞ্জন। তাই তাকে ছেড়ে দেয়া হয়।

তবে এ ধরনের আয়োজন আর করবেন না এমন মুচলেকা আদায় করা হয়েছে প্রধান শিক্ষকের কাছ থেকে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *