নগরীর খেটে-খাওয়া, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আ’লীগ নেতা ডাবলু সরকার

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: মহামারি করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে থমকে গেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে-খাওয়া, অসহায়, দরিদ্র জনগোষ্ঠী। এসময় ঘরে থাকা কর্মহীন মানুষদের মাঝে প্রতিনিয়ত খাদ্য সামগ্রী বিতরণ করেই যাচ্ছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর কুমারপাড়ায় ২৪ নং ওয়ার্ড বৌ বাজার ও ২৮ নং ওয়ার্ড ধরমপুর এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক নগরবাসীর হাতে চাল, ডাল, তেল, আলু, বাচ্চাদের বিকল্প খাবার হিসেবে দুধের কোটা এবং আর্থিক সহযোগীতা প্রদান করছেন আ’লীগ নেতা ডাবলু সরকার।

এ ব্যাপারে ডাবলু সরকার বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রনের লক্ষে ঘর বন্দী হওয়া নিম্ন আয়ের মানুষগুলোসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়াতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা মোতাবেক নগরবাসীদের পাশে দাঁড়িয়েছি। যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু খাদ্য সামগ্রীসহ আর্থিক সহযোগীতা প্রদান করছি। আর এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

ডাবলু সরকার আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা মেনে চলবেন ও বাড়ি থেকে কম বের হওয়ার চেষ্টা করবেন, প্রয়োজন ছাড়া কেউ বাড়ী থেকে বের হবেন না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন, অন্যকেও করতে বলবেন।

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ১২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *